প্রার্থীদের জয় পরাজয়ে অনেকটাই নির্ভর করবে নারী ভোটারদের সমর্থন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদার উপজেলার নতিপোতা ও নাটুদাহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুটি ইউনিয়নেই নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে বেশি। নতিপোতা ইউনিয়নে ১৩১ জন নারী ভোটার ও নাটুদাহ ইউনিয়নে ২৫ জন নারী ভোটার বেশি। দুটি ইউপি নির্বাচনেই প্রার্থীদের জয়-পরাজয় অনেকটাই নির্ভর করবে নারী ভোটারদের সমর্থন।
দীর্ঘ ১২ বছর পর নতিপোতা ইউপি বিভক্ত হয়ে দুটি ইউপি গঠন করে আগামী ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতিপোতা (পুনর্গঠিত) ইউপির ১০টি কেন্দ্রে ভোটার সংখ্যা ১৩ হাজার ৪৩৩ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ৬ হাজার ৭৮২ জন ও পুরুষ ভোটার সংখ্যা ৬ হাজার ৬৫১ জন। এ ইউনিয়নে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি ১৩১ জন। নাটুদাহ (নবগঠিত) ইউপির ৯টি কেন্দ্রে ভোটার সংখ্যা ১৩ হাজার ২৬৩ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ৬ হাজার ৬৪৪ জন ও পুরুষ ভোটার ৬ হাজার ৬১৯ জন। এ ইউনিয়নে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশী ২৫ জন।
নতিপোতা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী হলেন- আব্দুল আজিজ (দুটি পাতা), কামরুজ্জামান টুনু (তালগাছ), রবিউল হাসান (টেবিল ফ্যান) এবং মনিরুজ্জামান মনির (অটোরিকশা)। সংরক্ষিত তিনটি নারী সদস্য পদে নয়জন এবং নয়টি সাধারণ সদস্য পদে ২৮ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন।
অপরদিকে নাটুদাহ ইউপির চেয়ারম্যান পদে নয়জন প্রার্থী হলেন- ইয়াছনবী (অটোরিকশা), শফিকুল ইসলাম (তালগাছ), ফজলুল হক (টেবিল ফ্যান), আব্দুল হালিম (ফ্রিজ), আব্দুল খালেক (রজনীগন্ধা), আব্দুল মালেক (দুটি পাতা), মাসুম আলী (সাহেবী টুপি), আমিনুল ইসলাম (পাগড়ি টুপি) এবং আলিম উদ্দিন (ঢোল)। সংরক্ষিত তিনটি নারী সদস্য পদে ১৩ জন এবং নয়জন সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে নতিপোতা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামুরজ্জামান টুনু বলেন, অবশ্যই নারী ভোটারদের অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেয়া হচ্ছে। তাদেরকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। নারীদের সহযোগিতা ছাড়া পুরষেরা চলতে পারে না। এ ব্যাপারে জানতে চাইলে নাটুদাহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইয়াছনবী বলেন, নির্বাচনে নারীদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। নারীদের ভোট প্রার্থনায় দ্বারে দ্বারে গিয়ে নিজের পক্ষে সমর্থন চাইবো।