দামুড়হুদা সীমান্তে বিজিবি-বিএসএফ’র পৃথক পতাকা বৈঠক অনুষ্ঠিত

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্তে ও চাকুলিয়া সীমান্তে সোমবার বিজিবি-বিএসএফ’র পৃথক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্তের মেন পিলার ৮৫’র সাব ২৪-টি পিলারের কাছে শূন্যরেখা বরাবর বিজিবি-বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ফুলবাড়ি বিওপি কমান্ডার হাবিলদার মো. আব্দুর রহিম এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের হরেন্দ্রপুর ক্যাম্প কমান্ডার এসআই দিদার সিং।

অপরদিকে একই দিন, দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তের মেন পিলার ৮৬’র ১২-টি পিলারের নিকট শূন্যরেখা বরাবর স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরপুর কোম্পানি কমান্ডার সুবেদার মো. শফিকুল ইসলাম এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারতের নদীয়া জেলার মালুয়াপাড়া কোম্পানি কমান্ডার এসআই মহেন্দার সিং।