মেহেরপুর বিএনপির দু নেতা জামিনে মুক্ত

মেহেরপুর অফিস: জামিনে মুক্তি পেলেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দীন বিশ্বাস। ২২ দিন পর গতকাল সোমবার বিকেলে তারা মেহেরপুর জেলা কারাগার থেকে হাজতমুক্ত হন। জেলা কারাগারের সমানে তাদের ফুল দিয়ে স্বাগত জানান সাবেক এমপি মাসুদ অরুনসহ নেতৃবৃন্দ।

গত ২১ ফেব্রুয়ারি রাতে জেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযানে মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সহসভাপতি সাহাবউদ্দীন, বিএনপি নেতা পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম, সদর উপজেলা জামায়াতের আমির রুহুল আমিন ও জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিকদলের সভাপতি আহসান হাবীব সোনাকে আটক করা হয়। সোনার মুক্তি দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। জিজ্ঞাসাবাদ শেষে আটকের পরদিন দুপুরে সোনাকে ছেড়ে দেয় পুলিশ। ২০১৩ সালে হরতাল-অবরোধের নাশকতার মামলার আসামি হিসেবে বাকি ৪ জনকে সদর থানা পুলিশ মেহেরপুর আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।