টিপ্পনী

 

খবর:(আলমডাঙ্গার তিয়রবিলার বাবলু-নজরুল গঙের বিরুদ্ধে হত্যা অপচেষ্টার অভিযোগ)

সবাই দেখি বড় সাহেব

আশায় থাকেন জেতার,

তার গুণগান করবে শুধু

পেপার টিভি বেতার।

 

অন্যরা সব খাটা খেকো

সয়েই যাবে চাবুক,

এবার যদি পারে সমাজ

একটুখানি ভাবুক।

 

সমাজ কি আর বলতে পারে

আছে সমাজপতি,

তারাও পাতে ঝোল মাখাবে

এইতো মতিগতি।

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment