বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ার গৌল্ড-আলিম দার

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-ভারত কোয়ার্টার-ফাইনালে মাঠের আম্পায়ার থাকবেন ইংল্যান্ডের ইয়ান গৌল্ড ও পাকিস্তানের আলিম দার।  গতকালসোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের চার কোয়ার্টার-ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে শেষ আটের ম্যাচে খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার স্টিভ ডেভিস তৃতীয় ও পল রেইফেল চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রোশান মহানামা। প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করার পথে আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়। এ গ্রুপে চতুর্থ স্থানে থেকে কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো বাংলাদেশ হারে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের কাছে। আর টানা ছয় ম্যাচ জিতে বি গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ার্টার-ফাইনালে পৌঁছায় ভারত।