আলমডাঙ্গায় বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত : জরিমানা

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত মাছের দোকানে, একটি ফার্মেসির দোকান ও ৪টি হোটেলে ৬ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল ভোক্তা অধিকার দিবসের আলোচনা শেষে ভোক্তা অধিকার কমিটির সদস্যদের সাথে নিয়ে নকল ভেজালমুক্ত, নিরাপদ খাদ্য অধিকার আন্দোলন জোরদার, নাগরিক সেবা ও অধিকার সংরক্ষণে এবং সেবা সার্ভিসসমূহের অব্যবস্থাপনা নিরসন ও ভোক্তাদের কার্যকরী সেবা প্রদান নিশ্চিত করার জন্য এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আলমডাঙ্গা মাছ বাজারে মাছ বিক্রির সময় ওজনে কম দেয়ার কারণে মাছব্যবসায়ী ওয়াদুলকে ১ হাজার টাকা, কাচা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাদ্য বিক্রির সময় সুলতান হোটেলের মালিক সুলতানকে ৩শ টাকা, রেলস্টেশনে ডব্লিওর মিষ্টির দোকানে ১ হাজার ৫শ টাকা, আলিমদ্দিনের মিষ্টির দোকানে ১ হাজার ৫শ টাকা, রয়েল হোটেলের মালিক বিপুলকে ১ হাজার ৫শ টাকা ও শিউলি মেডিকেলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১ হাজার ৬ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, প্রাণিসম্পদ কর্মকর্তা এইচএম শামীমুজ্জামান, মৎস্য কর্মকর্তা মঈনুল ইসলাম, আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই জুয়েল ইসলাম, এসআই জিয়াউর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

Leave a comment