মেহেরপুর অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে অপহরণের অপচেষ্টা ও হত্যা ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তারিকুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, মুজিবনগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেলালউদ্দীন লাবলুসহ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।
মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
