খবর:(১০৫ দিনেও সচল হয়নি ইবি : হুমকির মুখে ১৪ হাজার শিক্ষার্থীর জীবন)
ভার্সিটিতে হয় না পড়া
সারা বছর বন্ধ থাকে,
রাজনীতি আর আন্দোলনে
দলে-নেতায় দ্বন্দ্ব থাকে।
খুন খারাবি রক্ত আরো
লাশের পচা গন্ধ থাকে,
গুলি চলে এদিক সেদিক
তরবারির ছন্দ থাকে।
লেখা-পড়া হবে কি না
জীবনব্যাপী ধন্দ থাকে,
পড়া শেষেই বয়স খতম
যাদের কপাল মন্দ থাকে।
-আহাদ আলী মোল্লা