বারাদী প্রতিনিধি: কুড়িয়ে পাওয়া বোমায় শান্ত মিয়া (৮) নামের এক শিশুর হাত জখম হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আহত শিশু মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের সিপন মিয়ার ছেলে।
শিশুটির পিতা জানান, সন্ধ্যার আগে প্রতিবেশী দুর্লভ মিয়ার পুকুরের পাশে খেলতে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো বলের মতো একটি বস্তু কুড়িয়ে পায় শান্ত। সেটি বাড়ি এনে খেলার এক পর্যায়ে হাতের ওপর বিস্ফোরণ ঘটে। এতে তার ডান হাতের তালু জখম হয়। তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।