দর্শনা পুরাতন বাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা : ৩ এপ্রিল ভোট

দর্শনা অফিস: দর্শনা পুরাতন বাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নির্বাচন পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ঘোষিত তফশিলে উল্লেখ্য করা হয়েছে, গতকাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আজ শুক্রবার ভোটার তালিকা সংশোধন, আপত্তি দাখিল ও আপত্তি-নিষ্পতি এবং অন্তর্ভুক্তি করা হবে। ১৭ মার্চ চূরান্ত ভোটার তালিকা প্রকাশ। ১৮ তারিখে মনোনয়নপত্র সংগ্রহ। মনোনয়নপত্র জমা নেয়া হবে ২১ মার্চ। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই ও প্রতীক বরাদ্দ দেয়া হবে ২২ মার্চ। প্রার্থিতা প্রত্যাহার ২৩ মার্চ। চূরান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৪ মার্চে। ৩ এপ্রিল সকাল থেকে বিকেল পর্যন্ত গোপন ব্যালোটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে সাম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন- কমিটির সাবেক সভাপতি আ. মোমিন, হাজি আ. রাজ্জাক, আশরাফুল আলম বাবু, সাধারণ সম্পাদক পদে কিবরিয়া আজম ও সাইফুল ইসলাম সোহেল। এছাড়া সহসভাপতি পদে মাঠে রয়েছেন রফিকুল ইসলাম, আনিস উদ্দিন এবং সহসাধারণ সম্পাদক পদে নাম শোনা যাচ্ছে শফর আহম্মেদ ও আশুতোষ।