সীমান্তে যৌথ টহল জোরদার গুলি মানব ও মাদক পাচার বন্ধে ফলপ্রস্যু আলোচনা
দর্শনা অফিস: দর্শনা জনয়গর সীমান্তের বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমন্বয়সভা হয়েছে। বিজিবির আহ্বানে দু দেশের সেক্টর পর্যায়ের বৈঠকে সীমান্তে বিরাজমান সমস্যা নিরসনে ফলপ্রসু আলোচনা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএসএফর কৃষ্ণনগর সেক্টর পর্যায়ের প্রতিনিধি দল দর্শনা জয়নগর সীমান্তে পৌছুলে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানানো হয়। সাড়ে ১১টার দিকে জয়নগর বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৈঠক অনুষ্ঠিত হয়। সোয়া ২ ঘণ্টা অনুষ্ঠিত এ সমন্বয়সভায় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান। বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার শ্রী পুসপেন্দ্র সিং রাথর। বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান (বিজিবিএম) ৪৭ বর্ডার গার্ডের পরিচালক আবুল কালাম আজাদ জি+, ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক জাহাঙ্গীর হোসেন, পিএসসি, সেক্টর সদর কুষ্টিয়া অতিরিক্ত পরিচালক মো. তারেক মাহমুদ সরকার, ৬ বর্ডার গার্ড ব্যাটালিনের উপঅধিনায়ক মেজর আনোয়ার জাহিদ। বিএসএফ’র পক্ষে উপস্থিত ছিলেন- ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ভিরেন্দ্র দত্ত, ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট দেবেন্দর সিং, ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনীল শর্মা প্রমুখ। টানা সোয়া দু ঘণ্টাব্যাপি এ সমন্বয়সভায় সীমান্তে নানা বিষয়ের আলোচনা মধ্যে উল্লেখযোগ্য ছিলো মাদক, চোরাচালান ও মানবপাচার রোধ, গুলি এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধ, এছাড়া সীমান্তে চলমান যৌথ টহল জোরদার।