স্ত্রীকে ফেরাতে গিয়ে বাধার মুখে শ্বশুর-শাশুড়িসহ ৪ জনকে মারপিট

নির্যাতন সহ্য করতে না পেরে পিতার বাড়ি ফিরেও নিরাপত্তাহীনতায় নির্যাতিতা!

 

স্টাফ রিপোর্টার: শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিতে গিয়ে বাধার মুখে শ্বশুর-শাশুড়ি, শ্যালকসহ ৪ জনকে মারপিট করেছে জামাই। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার সাতগাড়ি পুরাতনপাড়ায়। আহত ৪ জনের মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জানা গেছে, সাতগাড়ি পুরাতনপাড়ার সালামের মেয়ে সাথীর সাথে একই গ্রামের গফুর আলীর ছেলে রুবেলের আনুমানিক দু বছর আগে বিয়ে হয়। কয়েকদিন আগে সাথী তার পিতার বাড়ি ফেরে। গতরাত ৮টার দিকে রুবেল কয়েকজনকে সাথে নিয়ে তার স্ত্রীকে নিতে যায়। মেয়েকে মাঝে মাঝেই মারধর করা হয় বলে অভিযোগ তুলে সালামসহ পরিবারের সদস্যরা বাধা হয়ে দাঁড়ালে রুবেলসহ তার সাথে থাকা লোকজন মারপিট শুরু করে। এতে সালাম ও তার স্ত্রী সালমা খাতুন, ছেলে সবুজ ও সালামের স্ত্রীর বোন নাজনীন আহত হয়। সালাম ও নাজনীনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর সাথী বলেছে, ওই স্বামী রুবেলের সংসারে আর ফিরবো না। মাঝে মাঝেই নির্মমভাবে নির্যাতন করে। তিন দিন আগে নির্যাতন করলে বাধ্য হয়ে বাপের বাড়ি ফিরে। বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে যেতে অস্বীকৃতি জানানোর কারণে রুবেল আমার পিতা-মাতা-ভাই ও খালাকে মেরে আহত করেছে। এরও বিচার চাই।