আলমডাঙ্গা ব্যুরো: গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গার যমুনা মাঠে ছিনতাইয়ের শিকার হয়েছেন এরশাদপুরের মাছব্যবসায়ী নাজমুল ইসলাম (২৪)। এ সময় ছিনতাইকারীরা তাকে মারধর করে সাড়ে ৪ হাজার টাকা কেড়ে নিয়েছে। ছিনতাইয়ের শিকার এরশাদপুরের নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার তিনি জামজামি বাজারে মাছ বিক্রি করতে গিয়েছিলেন। মাছ বিক্রি করে সন্ধ্যায় নিজে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে যমুনা মাঠে পৌঁছুলে অজ্ঞাত ৩ ছিনতাইকারী তার পথরোধ করে দাঁড় করায়। ভ্যান থেকে নামলেই মাছব্যবসায়ী নাজমুলকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। পরে গলায় ছুরি ধরে মাছ বিক্রির সাড়ে ৪ হাজার টাকা কেড়ে নেয়। মাছব্যবসায়ীর চিৎকার চেচামেচিতে পার্শ্ববর্তী এলাকার লোকজন ছুটে গেলে ছিনতাইকারীরা দ্রুত সটকে পড়ে।