স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, আদালতের অনুমতি পেলে লেখক ও ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের আলামত পরীক্ষার জন্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেনের (এফবিআই) ল্যাবে পাঠানো হবে। গতকাল সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মনিরুল ইসলাম বলেন, হত্যার আলামত এফবিআইয়ের ল্যাবে পাঠানোর জন্য আদালতের অনুমতি চাওয়া হবে। অনুমতি মিললেই তা এফবিআইয়ের ল্যাবে পাঠানো হবে। এফবিআইয়ের প্রতিনিধি দল আরো কয়েকদিন ঢাকায় থাকবে জানিয়ে তিনি বলেন, যেহেতু মামলাটি জটিল তাই একটু সময় লাগবে। অভিজিতকে বিভিন্ন সময়ে হত্যার হুমকিদাতাদের ফেসবুক আইডি সনাক্ত করতে এফবিআইয়ের সহযোগিতা চেয়েছি আমরা। অভিজিতকে যারা হুমকি দিয়েছে তাদের অধিকাংশই ছাত্র এমন তথ্য দিয়ে মনিরুল ইসলাম আরো বলেন, হুমকিদাতাদের ১০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। তবে সেই তালিকার কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।