কামারুজ্জামানের রিভিউ শুনানি ১ এপ্রিল

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানি শুরু হবে ১ এপ্রিল। আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির এ তারিখ ঠিক করে দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে কামারুজ্জামানের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এর আগে রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ রিভিউ আবেদনটি ‍শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এরপর আসামিপক্ষ রিভিউ শুনানির জন্য চার সপ্তার সময় চেয়ে একটি আবেদন সংশ্লিষ্ট শাখায় দাখিল করেন। এর আগে গত ৫ মার্চ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদনটি দায়ের করেন কামারুজ্জামানের আইনজীবীরা।