মুজিবনগরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর থানা পুলিশ উপজেলার খানপুর গ্রামের কালিতলা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে। গতকাল শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। বেশ কয়েকদিন ধরে রুগ্ন ওই নারীকে ভিক্ষা করতে দেখেছেন এলাকার লোকজন।

দারিয়াপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য রফিকুল ইসলামসহ এলাকাবাসী জানান, খানপুর কালিতলা নামক এলাকায় গত ৪-৫ দিন আনুমানিক ৫৫ বছর বয়সী ওই নারীকে ভিক্ষা করতে দেখেছেন তারা। বাজারের বিভিন্ন দোকান থেকে খাবার ও টাকা সংগ্রহ করতেন। রাতে দোকানের সামনে শুয়ে থাকতেন। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত নয় এলাকাবাসী ও পুলিশ। দুপুরে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। এই ভিক্ষুককে দীর্ঘদিন মেহেরপুর শহরের ঘোরাফেরা করতে দেখেছেন অনেকেই।

মুজিবনগর থানার এসআই মফিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। রোববার ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে। তবে এর মধ্যে পরিচয় পাওয়া গেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Leave a comment