নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়মাঠে দলকা লক্ষ্মীপুর একাদশ ও হোগলডাঙ্গা একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। গতকাল বিকেল ৪টায় অনুষ্ঠিত ১৫ ওভারের খেলায় টস জিতে দলকা লক্ষ্মীপুর একাদশ ২ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে এবং হোগলডাঙ্গা একাদশ ৭ উইকেটে ১০৯ রান সংগ্রহ করে। এতে দলকা লক্ষ্মীপুর একাদশ ৬ রানের ব্যবধানে হোগলডাঙ্গা একাদশকে পরাজিত করে।