আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াই করে হারলো জিম্বাবুয়ে

 

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপে নিজেদের ৫ম ম্যাচে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করে ৫ রানে হেরেছে জিম্বাবুয়ে। ৩৩১ রানের পাহাড় সমান টার্গেটে খেলতে নেমে ৪৯.৩ বলে ৩২৬ রানে সব কয়টি উইকেট হারায় ডেভ হোয়াইট মোরের শিষ্যরা। ৩৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। দলীয় ৭৪ রানের মধ্যে ৪ জন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। তবে টেইলর এবং শন উইলিয়ামসের জুটি সেই ধাক্কা সামাল দেয়। তাদের এ জুটি আয়ারল্যান্ড অধিনায়কের কপালে চিন্তার ভাজ ফেলে দেয়। তবে দলীয় ২২৩ এবং ব্যক্তিগত ১২১ রানে টেইলর আউট হলে আবারও ব্যাকফুটে চলে যায় জিম্বাবুয়ে। ৪ রানের জন্য শতক মিস করেন শন উইলিয়ামস। তিনি ওভার বাউন্ডারি মারতে গিয়ে ব্যক্তিগত ৯৬ রানের মাথায় মুনির হাতে ধরা পড়েন। শন উইলিয়ামসের আউটের পরও চাকাবা এবং মুয়ারিয়ার শেষ দিকের ব্যাটিং দৃঢ়তায় জয়ের আশা জাগলেও শেষ রক্ষা হয়নি জিম্বাবুয়ের। ৩ বল হাতে থাকতেই সবাই আউট হয়ে যায়। আয়ারল্যান্ডের পক্ষে কুসাক ৩২ রানে ৪ উইকেট নেন। শনিবার হোবার্টের বেলরিভ ওভালে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড।এড জয়েস আর অ্যান্ডি বালবিরনির দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩১ রান করে আইরিশরা। ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় শতক হাঁকিয়ে দলকে ভালো অবস্থানে রেখে বিদায় নেন আইরিশ বাঁহাতি ব্যাটসম্যান এড জয়েস। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া জয়েস ৯৮ বলে ১১২ রান করে আউট হন। অ্যান্ডি বালবিরনি রান আউট হওয়ার আগে করেন ৯৭ রান। জিম্বাবুয়ের পক্ষে চাতারা ৩টি উইকেট লাভ করেন। এই জয়ের ফলে শেষ আটে ওঠার লড়াইয়ে আরো একধাপ এগিয়ে গেল আয়ারল্যান্ড।