স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বেগমপুর কুন্দিপুর গ্রামে কেরুর আখ বহনকারী ট্রাক উল্টে সাতজন কেরুজ শ্রমিক আহত হয়েছেন। গতকাল দুপুর দেড়টার দিকে বড়সলুয়া ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরের শাহজাহান আলীর ছেলে কাজল (২৫), মৃত মসলেমের ছেলে সান্টু (৩৫) ও মাবুদ (৩৮), নুর মহাম্মদের ছেলে নাইম (২২), ফকির চাঁদের ছেলে আনোয়ার (২৪), পচার ছেলে রুবেল (২০) এবং মৃত আজিমুদ্দিনের ছেলে সিদ্দিক (৪০)। ছয়ঘরিয়া মাঠ থেকে আখবোঝাই কেরুজ ৩ টলিযুক্ত ট্রাক্টর নিয়ে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির উদ্দেশে যাচ্ছিলো। এ সময় দুপুর দেড়টার দিকে বড়সলুয়া ব্রিজের নিকট পৌঁছুলে একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে পেছনের ট্রলিটি উল্টে যায়। এতে পেছনের ট্রলিতে বসে থাকা একই গ্রামের সাতজন শ্রমিক আহত হন এবং সামনে থাকা দুটি টলির ১৭ জন শ্রমিকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে কাজল, সান্টু, নাইম ও আনোয়ারের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।