দর্শনা পুরাতন বাজার কমিটির বার্ষিক সাধারণসভা

আহ্বায়ক কমিটি গঠন : ৩৭ বছর পর শুরু হচ্ছে নির্বাচন প্রক্রিয়া

 

দর্শনা অফিস: অবশেষে দর্শনা পুরাতন বাজার কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীদের ক্ষোভ-বিক্ষোভ ও টানাপোড়েনের মুখে সাধারণসভার মধ্যদিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হলো। একই কমিটি টানা ৩৭ বছর দায়িত্ব পালন করায় খানেকটা বিতর্কিত হয়েছে। দর্শনা পুরাতন বাজার প্রতিষ্ঠার দিনক্ষণ সঠিকভাবে কেউ না বলতে পারলেও বেশ পুরাতন এ বাজার। ১৯৭৮ সালে বাজারের ব্যবসায়ীরা বসে গঠন করেছিলেন কমিটি। সে কমিটির সভাপতি আ. মোমিন ও সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব উল ইসলাম খোকন দায়িত্ব পালন করলেও কমিটির অন্যান্যদের খোঁজখবর জানতেন না ব্যবসায়ীরা। দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের পর পুরাতন বাজারের ব্যবসায়ীদের মধ্যেও ভোটের বাতাস লাগতে থাকে। নির্বাচনের আমেজে ব্যবসায়ীরা পুরাতন বাজার কমিটির বিলুপ্তসহ নির্বাচনের মাধ্যমে কমিটির গঠনের জন্য শুরু করে তোড়জোড়। ব্যবসায়ীদের চাপা ক্ষোভ বারবার উপেক্ষিত হলেও অবশেষে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাধারণ সভা। গতকাল শুক্রবার বিকেলে পুরাতন বাজারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম। বাজার কমিটির সভাপতি আ. মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান আ. কাদের, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, হাজি জয়নাল আবেদীন, বিশিষ্ট ব্যবসায়ী হাজি আ. রহমান, হাজি আব্দুর রাজ্জাক, আশরাফুল আলম বাবু, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল প্রমুখ। কিবরিয়া আজম ও রমিজ উদ্দিন মল্লিকের উপস্থাপনায় অনুষ্ঠিত বার্ষিকসভায় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন আ. মোমিন। পৌর মেয়র মহিদুল ইসলাম ঘোষণা করেন ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম। এ কমিটিতে হাজি আলতাব হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আ. কাদের, হাজি জয়নাল আবেদীন, হাজি আ. রহমান ও সুধীর কুমার শান্তারা। আগামী ১ মাসের মধ্যে আহ্বায়ক নির্বাচনের ব্যবস্থা করবে বলে জানা গেছে। এরই মধ্যে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য পদে ভোটযুদ্ধে লড়তে প্রস্তুতি নিতে শুরু করেছেন বেশ কয়েকজন ব্যবসায়ী।