জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে হেরোইনসহ মাদকব্যবসায়ী হাসানকে (২০) আটক করেছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আন্দুলবাড়িয়া বাজার থেকে ২০ পুরিয়া হেরোইনসহ তাকে আটক করে থানা পুলিশ।
থানা সূত্র জানায়, জীবননগর থানার এসআই আবুল হাসেম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্দুলবাড়িয়া মণ্ডলপাড়া গ্রামের আজিজুলের ছেলে হাসানকে ২০ পুরিয়া হেরোইনসহ আন্দুলবাড়িয়া বাজার থেকে আটক করে। আটককৃত আজিজুল একটি ম্যাচের ভেতরে অভিনব কায়দায় হেরোইন রেখে বিক্রি করছিলো বলে পুলিশ জানায়।