জীবননগরে বাল্যবিয়ের অপরাধে কনের পিতার ৭ দিনের কারাদণ্ড

 

জীবননগর ব্যুরো: জীবননগরে বাল্যবিয়ের অপরাধে কনের পিতার কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পুরাতন তেতুলিয়া গ্রামে বাল্যবিয়ের অপরাধে কনের পিতা রবিউল হোসেনকে (৪০) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার পুরাতন তেতুলিয়া গ্রামের রবিউল ইসলাম তার মেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী শিপলা খাতুনকে (১৪) উপজেলার বাজদিয়া গ্রামের বাদল হুজুরের ছেলে আরাফাতের (২৪) সাথে বিয়ের আয়োজন করে। এ সময় বাল্যবিয়ে হচ্ছে এ অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ বিয়ের আসরে উপস্থিত হয়ে বিয়ে ভেঙে দেন এবং বাল্যবিয়ের অপরাধে কনের পিতা রবিউল হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।