স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল ও পৌর বিএনপির প্রচার সম্পাদক মিনহাজ উদ্দীন জামিনে হাজতমুক্ত হয়েছেন। গতপরশু একটি ও গতকাল একটি পৃথক দুটি মামলায় জেল ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শর্তসাপেক্ষে এদের জামিন মঞ্জুর করেন।
গত ১৪ জানুয়ারি মিছিল করার সময় কোর্টমোড়ের অদূরবর্তী স্থান থেকে আবু বক্কর সিদ্দিক বকুল ও মিনহাজ উদ্দীনকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে পৃথক অভিযোগে পৃথক ধারার দুটি মামলা রুজু করে সদর থানা পুলিশ। এ মামলায় আদালতে সোপর্দ করা হলে জেলহাজতে প্রেরণের আদেশ দেয়া হয়।