মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদ্য সম্পন্ন ত্রিবার্ষিক কাউন্সিলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন সভাপতি ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতি তাদের সংবর্ধনা দিয়েছে। গতকাল রোববার বিকেল ৩টায় সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের বাড়িতে তাদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন জেলা শিক্ষক সমিতির সভাপতি কমরদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির প্রচার সম্পাদক আবু লায়েছ লাবলু, দপ্তর সম্পাদক নূরুল গনি, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ সোহরাব হোসেন, প্রধান শিক্ষক ইকাব আলী, মিজানুর রহমান প্রমুখ।
অপরদিকে সন্ধ্যায় মেহেরপুর জেলা শ্রমিকলীগের উদ্যোগে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা শ্রমিকলীগের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক মাহবুব এলাহী ফুল দিয়ে সংবর্ধনা দেন। থানাশ্রমিক লীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, শহর শ্রমিকলীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।