মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তার উদ্বোধন

মেহেরপুর অফিস: ‘প্রযুক্তি করিতে পারে দারিদ্র্য বিমোচন’ এ স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে ৩ দিনব্যাপি ৩৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তা উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার সময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। মেহেরপুর সরকারি মহিলা কলেজে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, মহিলা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মো. আসকার আলী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজিবুল হক, মহিলা কলেজের প্রভাষক খসরু ইসলাম প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানের পর বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিভিন্ন স্টলে শিক্ষার্থীদের তৈরি পেট্রোলবোমা থেকে যানবাহন রক্ষা, পানির অপচয় রোধে ইলেকট্রিক্যাল সিগন্যাল, স্পিডব্রেকার ও মোমবাতি থেকে বিদ্যুত উৎপাদন, ভবনে ফায়ার অ্যালার্ম সিগন্যালসহ বিভিন্ন উদ্ভাবনী মডেল প্রদর্শন করা হয়।