মাথাভাঙ্গা মনিটর: প্যারিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরপর দু রাত অবৈধ ড্রোনের ওড়াওড়ির ঘটনায় চিন্তিত হয়ে পড়েছে ফরাসি কর্তৃপক্ষ। পরিবেশবাদী আন্দোলন-কর্মী, সন্ত্রাসী, দুষ্টু ছেলের দল সন্দেহের তালিকা থেকে কেউ বাদ যাচ্ছে না। অবশ্য অবৈধ এ ড্রোন অনুপ্রবেশের দায়দায়িত্ব এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। প্যারিসের কর্তৃপক্ষ এবং দুনিয়ার তাবৎ নগররক্ষীদের সামনে এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উদয় হয়েছে, কীভাবে এমন একটি ড্রোনকে আটক করা যাবে? এগারোই সেপ্টেম্বরের হামলার পর থেকে যেকোনো হুমকি সৃষ্টিকারী কিংবা সন্দেহের উদ্রেককারী আকাশযানকে গুলি করে ভূপাতিত করবার নীতি গ্রহণ করেছে যুক্তরাজ্য। কিন্তু সমস্যা হলো একটি যুদ্ধবিমান ব্যবহার করে ক্ষুদ্রকায় একটি বাণিজ্যিক সস্তা ড্রোনকে ভূপাতিত করাটা অনেকটা মশা মারতে কামান দাগার মতো ব্যাপার। কিন্তু বিমান বিশেষজ্ঞ ক্রিস ইয়েটস বলছেন, ছোটখাটো একটি ড্রোনও কোনো স্পর্শকাতর এলাকায় গিয়ে মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। এ ধরনের ড্রোনকে দিয়ে ছোটখাটো বোমাও বহন করানো সম্ভব। চীন এবং যুক্তরাষ্ট্র এরই মধ্যে ড্রোনবিধ্বংসী লেজার রশ্মি প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে।