জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: গতকাল শুক্রবার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া মিস্ত্রিপাড়া থেকে কুলতলা রাস্তার নির্মাণাধীন ব্রিজের নিকট অবস্থিত বড় একটি অশ্বথ গাছ কাটা হয়েছে। আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সুবিধাভোগী এক নেতা মূল্যবান এ গাছটি কেটে লোপাট করছেন বলে অভিযোগ।
জানা যায়, জীবনগর উপজেলার আন্দুলবাড়িয়া-কুলতলা সড়কে অবস্থিত ব্রিজটি ভেঙে নতুন নির্মাণ কাজ চলছে। ওই ব্রিজের নিকট মূল্যবান একটি অশ্বথ গাছ রয়েছে। কোনো প্রকার টেন্ডার ছাড়াই গতকাল ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা ওই মূল্যবান গাছটি লোপাটের উদ্দেশে কাটা শুরু করে। এ ঘটনায় এলাকাবাসী হতবাক হয়ে পড়ে। খবর দেয়া হয় উপজেলা প্রশাসনকে। প্রশাসন গাছ কাটা বন্ধ রাখার প্রচেষ্টা করলেও শেষ পর্যন্ত আনুমানিক ২৫ থেকে ৩০ হাজার টাকা মূল্যমানের অশ্বথ গাছটি ওই নেতার লোলুপ দৃষ্টির হাত থেকে রক্ষা করা যায়নি বলে অভিযোগ উঠেছে।