৭ম দফায় ৪ দিনের রিমান্ডে রিজভী

স্টাফ রিপোর্টার: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ৭ম দফায় চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এটি এ যাবত কালের কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে রিমান্ডে নেয়ার নতুন রেকর্ড। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায়  ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক শুক্রবার দুপুরে এ আদেশ দেন। মোহাম্মদপুর থানা পুলিশ রিজভীকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রুহুল কবির রিজভী আহমেদকে তিন দিনের রিমান্ড দেন ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন। ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে ৱ্যাব সদস্যদের হাতে আটক হন রিজভী। ১ ফেব্রুয়ারি বাড্ডা থানার মামলায় ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ তাকে তিন দিনের রিমান্ড দেন। এর আগে ২০ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানায় দায়ের করা অপর মামলায় ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার তার বিরুদ্ধে দু দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৬ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় ঢাকা মহানগর হাকিম আমিনুল হক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৪ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম রিজভীর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড দেন।

Leave a comment