মান্না-খোকার ফোনালাপের বলি অভিজিৎ : নাসিম

 

স্টাফ রিপোর্টার: যারা অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় যেতে চায় তাদের রুখতে হবে জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ১৪ দল মনে করে মান্না-খোকা ফোনালাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলতে চেয়েছিলেন। তাই বিশ্ববিদ্যালয় এলাকায় অভিজিৎ হত্যা। আমার দেশের ছেলেদের লাশের ওপর দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার দুপুরে ১৪ দলের যৌথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। নাসিম বলেন, অসাংবিধানিক পথে ক্ষমতায় যাওয়ার যে চক্রান্ত চলছে তার মুখোশ আজকে উন্মোচিত হয়ে গেছে। ধর্মান্ধ শক্তি যে অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে জড়িত এতে কোনো সন্দেহ নেই। এ ধরনের হত্যাকাণ্ডের মধ্যদিয়ে তারা শুধু ৭১’র ঘাতকদের রক্ষাই নয়, যুদ্ধাপরাধীদের বিচারও বানচাল করতে চায়। তিনি বলেন, যারা অসাংবিধানিক পথে ক্ষমতায় যেতে চায়, তাদের রুখতে হবে। তা না হলে গণতন্ত্র থাকবে না। এদের রুখতে হবে।