মাথাভাঙ্গা মনিটর: প্রেসিডেন্ট থাকার সময় শীর্ষ বিচারপতিকে গ্রেফতারের আদেশ দেয়ার মামলায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে টেনেহেঁচড়ে আদালতে নিয়ে গেছে পুলিশ। বর্তমানে মালদ্বীপের প্রধান বিরোধীদলীয় নেতা নাশিদকে রোববার সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। আদালতের বাইরে সাংবাদিকদের সাথে নাশিদ কথা বললে পুলিশ তাতে বাধা দেয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেন নাশিদ। কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ তাকে টেনেহেঁচড়ে আদালতে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন নাশিদ। পরে নাশিদের হাতে ব্যান্ডেজ বাঁধা দেখা গেছে। আদালত নাশিদকে জামিন দিতে অস্বীকার করে। আদালতের জামিন না দেয়ার এ সিদ্ধান্তকে স্বাভাবিক প্রক্রিয়ার নির্লজ্জ লঙ্ঘন অভিহিত করে এর নিন্দা জানিয়ে নাশিদের আশু মুক্তির দাবি জানিয়েছে মালদ্বীপের প্রধান বিরোধীদল মালদিভিয়ান ডেমক্রেটিক পার্টি। একজন আইনজীবী নিয়োগ করার জন্য আদালত নাশিদকে তিনদিন সময় দিয়েছে। তিনি আপিল করতে চাইলেও আমলাতান্ত্রিক বাধার কারণে তা করতে পারছেন না বলে জানিয়েছেন তার উপদেষ্টারা।