বেগমপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড উপনির্বাচনের শেষ দিনে ৫ জনের মনোনয়নপত্র জমা

১৯ মার্চ নির্বাচন

 

স্টাফ রিপোর্টর: গতকাল চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উপনির্বাচনের শেষ দিনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৭ নং ওয়ার্ড সদস্য আলমাছ আলী মৃত্যুবরণ করলে এ ওয়ার্ডের সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়। এ ওয়ার্ডেই আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন।

জানা গেছে, ২০১১ সালের ৫ জুন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৭ নং ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন বেগমপুর দাখিল মাদরাসার শিক্ষক আলমাছ আলী। আলমাছ আলী গত বছর মৃত্যুবরণ করলে ৭ নং ওয়ার্ড সদস্য পদ শূন্য হয়। শূন্য পদে উপজেলা নির্বাচন অফিস আগামী ১৯ মার্চ নির্বাচনের লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের তফশিল ঘোষণা করে। ১৬ ফেব্রুয়ারি থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ৫ জন মনোনয়নপত্র কেনেন। তারা হলেন- ইউসুপ আলীর ছেলে আমিনুল ইসলাম, আবুবক্করের ছেলে আব্বাচ আলী, আইয়ুব আলীর ছেলে আমানউল্লা, আজিজুলের ছেলে আলী মিয়া ও ইউনুচ বকাউলের ছেলে আনিচ আহম্মেদ। গতকাল মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ছিলো মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। গতকাল নির্বাচন অফিস কার্যালয়ে পুলিশি সহযোগিতায় অনেকেই মনোনয়নপত্র জমা দেন। আজ যাচাই-বাছাই, ৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার, ৫ মার্চ প্রতীক বরাদ্দ এবং ১৯ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন। এ ওয়ার্ডে মোট ভোটার ৩ হাজার ৬৩৩ জন। ইউনিয়ন পরিষদের মেয়াদ পূর্ণ হতে বাকি আছে দেড় বছর।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ বলেন, সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে।

Leave a comment