মেহেরপুরের বিএনপির দু নেতার জামিন নামঞ্জুর

মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দীন মোল্লার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দু নেতার আইনজীবী মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মেদ বিজন, অ্যাড. কামরুল হাসানসহ বেশ কয়েকজন আইনজীবী জামিন আবেদনের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। গত ২২ ফ্রেব্রুয়ারি রাতে যৌথবাহিনীর অভিযানে জেলা বিএনপির যুগ্মসম্পাদক পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, বিএনপি নেতা পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম এবং জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিনকে গ্রেফতার করে। পরদিন মেহেরপুর সদর থানা পুলিশে তাদেরকে ২০১৩ সালের হরতাল-অবরোধের সময় দায়ে করা মামলার আসামি হিসেবে আদালতে সোপর্দ করে।
গ্রেফতারের বিষয়ে মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন এক বিবৃত্তিতে বলেন হামলা, মামলা, গ্রেফতার করে মেহেরপুরের চলমান আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। গণগ্রেফতার বন্ধ না হলে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের সাথে সাথে জেলা বিএনপি আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তিনি অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবি করেন।

Leave a comment