বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরি গেইলের

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপের প্রথম ডবল সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়লেন গেইল। সেই সাথে ক্রিকেট দুনিয়ায় নতুন উচ্চতায় পৌঁছে গেলেন ওয়েস্টইন্ডিজের মারকুটে এ ব্যাটসম্যান। বিশ্বকাপের ইতিহাসে এটা প্রথম রেকর্ডতো বটেই, তার ব্যক্তিগত খাতায়ও প্রথম ডবল সেঞ্চুরি যোগ হলো। এর আগে টি-২০ তে গেইল ছিলেন অপ্রতিরোধ্য। এবার ওয়ানডে ক্রিকেটেও গেইল তার প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হলেন।
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ১৩৮ বলে ২০১ রান করেন তিনি। ম্যাচটি সাজিয়েছেন ১৬টি ছয় এবং ৯টা চারের সাহায্যে। এর আগে সেঞ্চুরি করতে ১০৫ বল খেলেন। আর ডাবল সেঞ্চুরির জন্য তাকে খেলতে হয় মাত্র ৩৩ বল।