জীবননগর বইলেপাড়ায় সালিসে ডেকে গণপিটুনি

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা শহরের বইলেপাড়ায় তুচ্ছ ঘটনায় শিশুসহ তিনজনকে গণপিটুনি দেয়া হয়েছে। সালিস বৈঠকে প্রতিপক্ষ এ হামলা চালায়। হামলায় আহত শুকুর আলীকে (৪৮) রাজশাহী রেফার করা হয়েছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, বাড়ি থেকে বের হওয়ার সময় রাস্তায় দু কিশোর-কিশোরীর মধ্যে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বিবাদের সৃষ্টি হয়। এ নিয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে সালিসের আয়োজন করা হয়। সালিসে উপস্থিত হওয়া মাত্র প্রতিপক্ষের আব্দুর রাজ্জাক ও লিটন হামলা চালিয়ে শুকুর আলী, রিনি খাতুন ও কিশোর আশিককে পিটিয়ে আহত করা হয়। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে শুকুর আলীর অবস্থার অবনতি হলে রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার কর হয়। এখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে আহত শুকুর আলীর পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

Leave a comment