জীবননগর ব্যুরো: সহকর্মী ট্রাক হেলপারের সাথে মসকরা করতে গিয়ে শেষ পর্যন্ত একজনকে পিটিয়ে মারাত্মক আহত করা হয়েছে। আহত ট্রাক হেলপার লিটনকে (৩২) উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে বাঁকা আঁশতলাপাড়ার মৃত আব্দুল করিমের ছেলে। এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বুধবার বিকেলে ট্রাক ড্রাইভার বাঁকা আঁশতলাপাড়ার লিটন শ্রমিক ইউনিয়নে আসেন। এ সময় তার সহকর্মী কয়েকজন নেশাগ্রস্থতার অভিযোগ তুলে তার সাথে মসকরা শুরু করে। একপর্যায়ে মসকরা থেকে হাতাহাতি ও পরে তা সংঘর্ষে রুপ নেই। শেষ পর্যন্ত লিটনকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিক ইউনিয়নে চরম উত্তেজনা বিরাজ করছিলো।