গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের যুবদল নেতা গোলাম কাওছারকে (৪২) গতকাল বুধবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। ১৩ আগস্ট হরতাল চলাকালে জামায়াত-শিবির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের মামলার এজাহার নামীয় আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানা ওসি মাসুদুল আলম। তবে যুবদল ও কাওছারের পরিবারের পক্ষ জানানো হয়েছে, সে পৌরসভা ৫ নং ওয়ার্ড যুবদল সভাপতি। বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। ঘটনার দিন গোলাম কাওছার অন্যত্র অবস্থান করছিলেন। সেকোনো অবস্থায় সংঘর্ষের সাথে জড়িত নয়। রাজনৈতিক উদ্দেশে প্রণোদিতভাবে তাকে ওই মামলায় ফাঁসানো হয়েছে।