আলমডাঙ্গা ব্যুরো: স্কুলপড়ুয়া বন্ধুদের মারামারির মামলায় ছেলের পরিবর্তে পিতা আলমডাঙ্গা শহরের এরশাদপুর মোড়ের আসবাবপত্র ব্যবসায়ী উম্বাদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, আলমডাঙ্গা কলেজপাড়ার ব্যবসায়ী উম্বাদ আলীর ৯ম শ্রেণিতে পড়ুয়া ছেলে জুয়েল রানা একই পাড়ার বাসিন্দা আকমল হোসেনের ছেলে রিফাত প্রায় সমবয়সী। গত ১৩ ফেব্রুয়ারি মাঠে ক্রিকেট খেলতে গেলে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধকে কেন্দ্র করে পরে রিফাতের কয়েকজন বন্ধু গিয়ে মাঠেই জুয়েলকে চড় মারে ও হুমকিধামকি দিয়ে চলে যায়। রিফাতের বন্ধুরা চলে যাওয়ার পর ক্ষিপ্ত হয়ে জুয়েল তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে সজোরে রিফাতের মুখে আঘাত করে। এতে রিফাতের সামনের দু দাঁত ও নাকের হাড় ভেঙে যায়। ঘটনাস্থল থেকে রিফাতকে উদ্ধার করে প্রথমে কলেজপাড়ার একটি ক্লিনিকে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে রিফাত সেখানেই চিকিৎসাধীন।
এদিকে এ ঘটনার পরদিন এলাকায় সালিস বৈঠকে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। রিফাতের পরিবারের পক্ষ থেকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করায় সে সালিস ভেস্তে গেছে বলে এলাকাসূত্রে জানা যায়। ক্ষুদ্ধ রিফাতের মা নাজমুন নাহার রোজি পরে এ ঘটনায় জুয়েলের পিতাকে ১ নং ও জুয়েলকে ২ নং আসামি করে আলমডাঙ্গা থানায় ১টি এজাহার দাখিল করেন। এজাহারের ভিত্তিতে থানা পুলিশ গতকাল উম্বাদকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে। আজ শুক্রবার সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হতে পারে।