তিস্তার পানি প্রবাহ ১০০ কিউসেকে নেমে এসেছে

 

স্টাফ রিপোর্টার: তিস্তা ব্যারাজের সেচ প্রকল্পের কমান্ড এলাকার কৃষকদের মাঝে সেচের পানির জন্য হাহাকার শুরু হয়েছে। বোরো ধানক্ষেতে যেখানে ৬ ইঞ্চি পানি থাকার কথা, সেখানে তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার  বোরো ক্ষেতগুলো এখন শুকনো খটখটে, ধুলোময়। পানির অভাবে হাজার হাজার একর জমির বোরো আবাদ নষ্ট হতে বসেছে। ভারত পশ্চিমবঙ্গের গজলডোবা ব্যারেজ নির্মাণ করে তিস্তার পানি প্রবাহ পুরোটাই সরিয়ে নিয়ে যাওয়ায় বাংলাদেশের তিস্তা অববাহিকার এখন মরুভুমিতে পরিনত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিস্তার পানি প্রবাহ ১০০ কিউসেকে নেমে আসে। বর্তমানে তিস্তা ব্যারেজের পানি প্রবাহ পাওয়া যাচ্ছে তা ব্যারেজ সেচ ক্যানেলে পানি সরবরাহ করার সর্বনিম্ন পর্যায়ে। বর্তমানে তিস্তায় যে পানি রয়েছে তা দিয়ে ১৬৩ হেক্টর জমিতে সেচ প্রদান করা হচ্ছে।