খবর: (মরসুমের প্রথম বৃষ্টিতেই চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিদ্যুত বিপর্যয়)
নাজাই বেটা ছোঁয়ার আগেই
গেলাম মলাম ইস!
গায়-গতরে চরম আঘাত
পেটেও ব্যথা বিষ!
ধরবা কোথায় মারবা কোথায়
শরীরজুড়েই বাত,
একটু খানিক পাগলা বাতাস
তাতেই কুপোকাত।
লাগলে হাওয়া চিতং পটাং
খুঁটিতে নেই জুত,
ঝড়ের আগেই পগার ছাড়া
ঘরকুণো বিদ্যুত।
-আহাদ আলী মোল্লা