স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জীবননগরের শিয়ালমারী পশুহাটে রাস্তার দু পাশে কাঁচামাল ও ফার্ণিচারের দোকান গড়ে ওঠায় হাটে যাওয়া গরু ব্যবসায়ী ও যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ওই পথে চলাচলকারীদের। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে যানজটের কারণে চলাচলে দুর্ভোগে পড়তে হয়েছে যানবাহনে চলাচলকারী সকলকে।
ভুক্তভোগীদের অভিযোগ হাট ইজারাদারদের হাটে কোনো নিয়ন্ত্রণ না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। অবিলম্বে হাটের দিন ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক রাখার দাবি করেছে ভুক্তভোগীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার শিয়ালমারী পশুহাটটি সপ্তার প্রতি বৃহস্পতিবার গড়ে ওঠে। ওই সময় গরুব্যবসায়ী ও খামারীরা গরু কেনা-বেচা করে থাকেন। এখান থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গরুব্যবসায়ীরা গরু ট্রাক লোড করে নিয়ে যায়। এ হাটকে কেন্দ্র করে হাজার হাজার পরিবার জীবিকা নির্বাহ করে থাকে। সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্বও পেয়ে থাকে। অথচ হাট উন্নয়নে একটি টাকাও খরচ করা হয় না বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। অনেকের অভিযোগ, হাটে অব্যবস্থাপনার কারণে এ হাটে আসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। ফলে এ হাটে ব্যবসায়ীদের আসা দিন দিন কমে যাচ্ছে।