অবরোধের ৪৩তম ও ৭২ ঘণ্টা হরতালের শেষ দিনে চট্টগ্রামে পেট্রোলবোমায় দগ্ধ কিশোরের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের ৪৩তম দিন ও ৭২ ঘণ্টা হরতাল গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রায় এক সপ্তায় চিকিৎসাধীন থাকা অবস্থায় কিশোর ইদ্রিস মারা গেছেন। চট্টগামের রাঙ্গুনিয়া, কুমিল্লার চান্দিনা ও বগুড়ায় ৩টি গাড়িতে পেট্রোলবোমা হামলা করা হয়েছে। এতে ৩ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে প্রাণের একটি গাড়িও রয়েছে। এছাড়া আরও ৭ যানবাহনে ভাঙচুর ও আগুন দেয়া হয়। পুলিশ ২০ দলের ২ শতাধিক নেতাকর্মীকে আটক করেছে। পঞ্চগড়ে দু জেএমবি সদস্যসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগর শিবির সভাপতি ও সেক্রেটারিকে গ্রেফতারের প্রতিবাদে রাজশাহী বিভাগে আজ বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে শিবির। নোয়াখালী ছাত্রদলের শহর সভাপতিসহ ৫ জনকে গ্রেফতারের প্রতিবাদে আজ বুধবার নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে। ফেনীতে ১০টি ককটেলসহ এক রিকশাচালককে আটক করেছে পুলিশ। সীতাকুণ্ডে বিএনপি ও যুবদলের দু নেতাকে অস্ত্রসহ মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুলিশ ও র‌্যাব উদ্ধার করেছে ১৭টি শক্তিশালী ককটেল। শাহবাগে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন একজন শিক্ষিকাসহ ৬ জন। জাতীয় প্রেসক্লাবের কাছে একটি বিআরটিসি বাসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। একটি ককটেল বাসের ভেতরে বিস্ফোরিত হয়ে ৩ জন যাত্রী সামান্য আহত হয়েছেন। তেজগাঁওয়ের নাবিস্কো ও পুরনো ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় আগুন দেয়া হয়েছে দুটি যাত্রীবাহী বাসে। রাজধানীর নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে ককটেল বিস্ফোরণে তিন রিকশাচালকসহ চারজন আহত হয়েছেন। নগরীতে বিএনপি-জাতায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। হরতাল-অবরোধে রাজধানীর জীবনযাত্রা ছিলো স্বাভাবিক।

Leave a comment