স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া বিএলএফ’র প্রধান মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আমলা সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ মারফত আলীর ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় এ উপলক্ষে আমলা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শহীদ মারফত আলী স্মৃতি সংসদের আয়োজনে স্মরণসভা, মিলাদ মাহফিল, কালোব্যাজ ধারণ ও মরহুমের মাজারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দিনব্যাপি এ অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বিকেল ৩টায় কলেজ প্রাঙ্গণে স্মরণসভায় শহীদ মারফত আলী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জাসদ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত শেখ দলীল উদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, মারফত আলী কৃষক ক্ষেতমুজুর ও শ্রমজীবী মানুষের জন্য লড়াই করে গেছেন। তিনি নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেছেন। উত্তরবঙ্গের কৃষকদের সকল সম্যসা নিরসন করে সুবিধা নিশ্চিত করার চেষ্টা করেছেন।
তিনি আরো বলেন, শুধু কৃষক নয় নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে মৃত্যুর আগের দিন পর্যন্ত নানা উদ্যোগ নিয়েছিলেন। এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। দলীল উদ্দিন আরো বলেন, মারফত আলী ছিলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের সেনাপতি। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির বিরুদ্ধে তিনি ছিলেন আপসহীন। সে কারণে কতিপয় স্বার্থান্বেষীমহল ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে। আমাদের মারফত আলীর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো শেষ করার কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় নেতা আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফ, সাধারণ সম্পাদক আহম্মদ আলী, জেলা জাসদের যুগ্মসাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, প্রচার সম্পাদক কারশেদ আলম, আমলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইকবাল হোসেন, মিরপুর উপজেলা জাসদের সাবেক সভাপতি শফিউল আলম, আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র সবেদ আলী, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করীম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন আহম্মেদ, মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, দৌলতপুর উপজেলা জাসদের সভাপতি অধ্যক্ষ রেজাউল হক, কুষ্টিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান নুরুউদ্দিন আহম্মেদ, কুমারখালী উপজেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট জয়দেব কুমার বিশ্বাস, নারীনেত্রী আরতী রানী সিংহ রায়, সদরপুর ইউপি চেয়ারম্যান নিয়াত আলী লালু, মালিহাদ ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন ভদু, আড়িয়া ইউপি চেয়ারম্যান সাইদ আনসারি বিপ্লব, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজ্জেল হোসেন, সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা রাহাত আলী, আব্দুর রশিদ ফুরকান, চাষি নজরুল ইসলাম, আবুল কাশেম, আমলা বাজার কমিটির সভাপতি সিদ্দিক আলী, সহসম্পাদক আফতাব উদ্দিন, ছতিয়ান আব্দুর রাফেত বিশ্বাস কলেজের প্রভাষক হামিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, বিএলএফ’র প্রধান, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ মারফত আলী ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনী প্রচারণায় গেলে উপজেলার কুর্শা ইউনিয়নের ইশালমারী মাঠের মধ্যে সন্ত্রাসী সিরাজ বাহিনীর প্রধান সিরাজ তাকে গুলি করে হত্যা করে। তারপর থেকে এ অঞ্চলের জনগণ প্রতিবছর তার মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে।