স্টাফ রিপোর্টার: পুলিশের ডিআইজি ইকবাল বাহার চৌধুরী পিপিএম বলেছেন, নিজেদের ও আশেপাশের জানমাল রক্ষা করা সকলের দায়িত্ব। আর সে জানমাল রক্ষা করার জন্য কাউকে হত্যা করলে তা অপরাধ হবে না। পেট্রোল বোমা ও ককটেল হামলাকারী বা বহনকারীদের জীবিত বা হত্যা করে হলেও গ্রেফতার করা হবে। তিনি গতকাল সোমবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মো. মশিউর রহমানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষায় অনুষ্ঠেয় শান্তি সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন। দণ্ডবিধি ৯৬-১০৪ ধারা উল্লেখ করে তিনি বলেন, আপনার ও আপনার আশেপাশের জানমাল রক্ষার্থে কাউকে হত্যা করলে তা অপরাধ হবে না। যে ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত বা দণ্ডিত হওয়ার মতো অপরাধ করে তাদেরকে গ্রেফতারে গুরুতর আঘাত থেকে শুরু তাকে হত্যা করার ক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদেস্যর আছে। আজকে যারা পেট্রোলবোমা ককটেল মেরে মানুষ হত্যা করছে তাদের গ্রেফতারে প্রশাসন এক পা পিছপা হবে না, এমনকি প্রয়োজনে তাদের হত্যা করে হলেও গ্রেফতার করা হবে।