চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের দু দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল সোমবার দুপুরে পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। অধ্যক্ষ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে কলেজ চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।
প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের প্রথম কাজ লেখাপড়া করা। পাশাপাশি খেলাধুলা ও সাহিত্য-সংস্কৃতিচর্চা অব্যাহত রাখতে হবে। বাংলা বিভাগের শিক্ষক সোনিয়া রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. রশীদুল হাসান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ শহীদুল ইসলাম ও সাবেক অধ্যক্ষ আব্দুল লতিফ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক শিক্ষক আবুল কালাম আজাদ, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস জাহান ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন। এ সময় বার্ষিক ক্রীড়া কমিটির আহ্বায়ক ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মুহা. আবু বকর, শিক্ষক তাহাজ্জত আলী, মামুন অর রশিদসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গত রোববার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ১১টি বিষয়ে কলেজের দু শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে। এছাড়া অতিথি, শিক্ষক ও কর্মচারীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন।