মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মতবিনিময় করেছেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদের সাথে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আমঝুপি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। মতবিনিময় শেষে তিনি আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়, আমঝুপি ইউনিয়ন ভূমি অফিস, আমঝুপি নীলকুঠি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। জেলার চলমান বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। অনুষ্ঠানে আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ওয়ার্ড সদস্য জাফর ইকবালসহ সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দিন বিকেলে খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ মেহেরপুর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদে মতবিনিময় করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী ও সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, ভাইস চেয়ারম্যান মাহাবুবুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ রুমা, জেলা সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।