বিশ্বকাপে অঘটন ঘটালো আয়ারল্যান্ড

মাথাভাঙ্গা মনিটর: ২০১৫ বিশ্বকাপের প্রথম অঘটন ঘটাল নন টেস্ট খেলুড়ে আয়ারল্যান্ড। ৩০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে অনায়াসে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলো তারা। ব্যাটে-বলে দলীয় ৩/৪ জনের ব্যক্তিগত নৈপূণ্যের হাত ধরে ৪ উইকেটে জয় তুলে নিলো আইরিশরা। অনেকটা স্বাচ্ছন্দে খেলে ৫.১ ওভার হাতে রেখে ৩০৭ রান করে বিশ্বকাপের এ আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেল অঘটন ঘটিয়সীখ্যাত আয়ারল্যান্ড। পুল ‘বি’র ম্যাচটি গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় ভোররাত ৪টা) নিউজিল্যান্ডের নেলসনের স্যাক্সটন ওভাল স্টেডিয়ামে শুরু হয়। ওয়েস্ট ইন্ডিজের করা ৩০৪ রানের জবাবে উদ্বোধনী জুটির দারুন একটি শুরুর পর ৭১ রানে প্রথম উইকেট হারায় আইরিশরা। ব্যক্তিগত ২৩ রানে আউট হন উইলয়াম পোর্টারফিল্ড। পরে ওয়ান ডাউনে নামা জয়সির সাথে ১০৬ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৯২ রানে আউট হন উদ্বোধনী ব্যাটসম্যান স্টালিং। এরপর জয়সি (৮৪) আউট হবার আগে নীল ওব্রিনের সাথে ৯৬ রানের জুটি গড়েন। তখন ৪১ ওভারে ইরিশদের সগ্রহ ৩ উইকেটে ২৮১। মাত্র ২৪ রান দূরে থাকতে তড়িঘরি আরো ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড। তবে এক প্রান্ত আগলে রেখে নীল ওব্রিনের হার না মানা ৭৯ রানের সুবাধে জয়ের বন্দরে পৌঁছে যায় আইরিশরা।
ওয়েস্ট ইন্ডিজের জেরম টেইলার ৬৫ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড় গেইল ও স্যামুয়েলস নেন একটি করে উইকেট। এর আগে টস জিতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে লেন্ডল সিমন্সের শতকের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ১০২ রান করেন সিমন্স। এছাড়া ড্যারেন স্যামি করেন ৮৯ রান। মূলত এ দু ব্যাটসম্যানের কল্যাণেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের সামনে বড় লক্ষ্য দাঁড় করাতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের পক্ষে ডকরেল তিনটি এবং কেভিন ও’ব্রায়েন, জন মুনি ও সরেনসেন একটি করে উইকেট পেয়েছেন।