স্টাফ রিপোর্টার: ট্রাফিক আইন অধ্যাদেশ আইনে ওয়ারেন্টভুক্ত আসামি বেলগাছি মুসলিমপাড়ার গোলাম মাওলাকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরতলীর বেলগাছি মুসলিমপাড়ার মৃত মোবারক আলীর ছেলে গোলাম মাওলা দীর্ঘদিনের ট্রাফিক আইন অধ্যাদেশ আইনে ওয়ারেন্টভুক্ত আসামি। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর থানার এএসআই তকিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে গোলাম মাওলার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।