স্টাফ রিপোর্টার: দামুড়হুদা জয়রামপুরের কাজলকে ফেনসিডিলসহ আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতরাত পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে তাকে আটক করে থানায় নেয়া হয়।
পুলিশ জানিয়ে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাসনুন আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে জয়রামপুর মাঠপাড়ার সালেক আলীর ছেলে কাজলকে ৮ বোতল ফেনসিডিলসহ আটক করে। আটকের পর কাজল জানিয়েছে, সে জীবননগর উথলীর শরিফুল ইসলামের ফেনসিডিল টাকার বিনিময়ে চুয়াডাঙ্গা কলোনিতে নিয়ে যাচ্ছিলাম। এর মধ্যে পুলিশ আটক করলো। আজ মামলাসহ আদালতে সোপর্দ করা হতে পারে।