খড়ি দিয়ে ইট পোড়ানোর অভিযোগে জরিমানা

আলমডাঙ্গার ৪টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 

আলমডাঙ্গা ব্যুরো: অবৈধভাবে খড়ি দিয়ে ইট পোড়ানো ও পরিবেশ আইন লঙ্ঘন করে ইটভাটা চালানোর অভিযোগে আলমডাঙ্গার ৪টি ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এনডিসি মুনিবুর রহমানের নেতৃত্বে গতকাল ভ্রাম্যমাণ আদালত এ জরিমানার টাকা আদায় করেন।

জানা গেছে, গতকাল আলমডাঙ্গার বিভিন্ন ইটভাটায় এনডিসি মুনিবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় খড়ি দিয়ে ইট পোড়ানোর অভিযোগে আলমডাঙ্গা ফরিদপুরের আরএনবি ইটভাটার মালিক চান্দু আলীকে ২০ হাজার, নওদা বণ্ডবিলের টিএনবি ইটভাটার মালিক ঠাণ্ডু মিয়াকে ১০ হাজার, রোয়াকুলির এডিবি ইটভাটা মালিককে ২০ হাজার এবং খড়ি জ্বালানো ও পরিবেশ বান্ধব চুল্লি ব্যবহার না করার অভিযোগে বেলগাছির একেএফবি ব্রিকসের মালিক ফজলুকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।