আদুরীর জবানবন্দি রেকর্ড

 

স্টাফ রিপোর্টার: নির্যাতনের শিকার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন আদুরীর ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেছেন ম্যাজিস্ট্রেট নুরু মিয়া। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি আদুরীর জবানবন্দি রেকর্ড করেন। এদিকে আদুরীর মা ও মামাকে হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ সেপ্টেম্বর আদুরীকে মৃত ভেবে তাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন তার গৃহকর্তী নওরীন আক্তার নদী। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। ঢাকায় গৃহপরিচারিকার কাজে নিয়ে আসা চুন্নু মিয়া ও তার ভাতিজা রনি গতকাল বুধবার সকালে মোবাইলের মাধ্যমে আদুরীর মা ও মামাকে হুমকি দিয়েছে বলে অভিযোগ করে আদুরির মা সুফিয়া বেগম বলেন, ‘চুন্নু মিয়া এক লাখ টাকা দিয়ে মামলা তুলে নিতে বলে। মামলা না তুললে নিলে জানে মেরে ফেলার হুমকি দেয়। নতুবা তোরা ঢাকা শহরে কীভাবে থাকিস দেখে নেবো এ বলে হুমকি দেয় চুন্নু।’ ওসিসির সমন্বয়কারী ডা. বিলকিস বেগম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আদুরি, তার মা ও স্বজনদের আরও নিরাপত্তা প্রয়োজন।